Saturday, November 26, 2016

অম্বরিশ ও অর্পিতা

একটা হাথ এসে পরল অম্বরিশের গায়ে। 
এক তীব্র বিরক্তিতে হাতটা সরিয়ে দিতে গিয়ে , 
নরম হাতটা  হঠাত করে তার চোখটাকে সরিয়ে নিয়ে গেল , 
অন্ধকার ঘরে জলে থাকা ল্যাপটপের স্ক্রিন থেকে
পাশে শুয়ে থাকা অর্পিতার দিকে। 
বিরক্তিটা মিলিয়ে গেল। 
ঘুমে আচ্ছন্ন অর্পিতার বন্ধ চোখদুটির দিকে তাকিয়ে , 
হাতটাকে টেনে বুকের কাছে রাখল সে। 
এই একটু আগেও , "ঘুমিয়ে পর " বলে দশবার অম্বরিশের কাজে , 
ব্যাঘাত ঘটিয়ে ছিল এই হাতটাই। 
এই হাতটাই আজ থেকে অনেক বছর আগে , 
ছুঁতে চেয়েছিল অম্বরিশ। 
অর্পিতা চেয়েছিল সময়, আরো ভাবতে। 
মানসিক আর শারীরিক সমস্ত যোগ্যতা প্রদর্শনের তাগিদে , 
অম্বরিশ এক করে দিয়েছিল দিন রাত।
স্বপ্ন ওই হাত দুটো ধরার। 
সেই হাত সে আজ প্রত্যাক্ষান করতে চাইছিল ,
শুধু সেই হাত দুটো সামগ্রী দিয়ে ভরিয়ে দেওয়ার ইচ্ছায়। 
অম্বরিশ তাকিয়ে ছিল নিষ্পলক, 
তার চোখ ছিল অর্পিতার  শ্রান্ত নিস্তব্ধ পলক দুটির দিকে, 
ঈর্ষা জেগে উঠছিল তার কর্মদগ্ধ , ক্লান্ত ভ্রুক্ষেপে। 
এই ইর্ষাই তার চাহিদা ছিল,
নিজের অস্তিত্বের প্রখর উত্তাপে , অন্য এক জীবন কে উষ্ণতা দেওয়ার। 
পরিবর্তে এক শান্তি, এক নরম স্পর্শ , 
আর নিভৃত একাকিত্বে নিরবিচ্ছিন্ন সখ্যতা। 
এই মধ্যরাতে, ঘুমন্ত অর্পিতার পাশে , তার হাত বুকে জড়িয়ে ধরে 
সেই শান্তির খোজে চোখ বুজে ফেলল অম্বরিশ। 

No comments:

Post a Comment