Friday, August 12, 2016

নীল ও পারিজাত



দুটো হাসি মুখ , তাকিয়ে আছে দুজনের দিকে,
নিস্পলক চোখে নীল, পারিজাত নীলের দিকে।
নিস্তব্ধ বেডরুম, নিস্তব্ধ নিঃশ্বাসে,
কালকের বিচ্ছেদের মিষ্টি ইতিহাসে।
নীলের মন ভরে আছে পারিজাতের পটু গৃহিনীর স্বাদ,
পারিজাতের সারা অঙ্গে, নীলের অনিমেষ আহ্লাদ।
একত্রে যুদ্ধ জয়, গড়ে তোলা বাড়ি থেকে সংসার,
কালকের ফাঁকা নীড়, একাকিত্ব নিঃস্ব আঁধার।
ছেড়ে যাবে পারিজাত, নিয়ে যাবে সকালের সুবাস,
ফিরে আসবার তাগিদে, ভুলবে ক্লান্তির নিঃশ্বাস।
পরে রবে নীল, গোছানো সংসারে,
অপেক্ষার তুলি হাতে, ইচ্ছার ক্যানভাসের ধারে।
ইচ্ছা কারো নেই, তবু আলাদা হতেই হবে ক্ষণেকের তরে,
উজ্জল আলোকবৃত্ত গড়িতে এ ঘরে।
ভবিষ্যত কালকেও আসবে, যার তরে প্রেমের আহুতি,
একত্র সঙ্গম পরে কালের ভ্রুকুটি।
পারিজাতের নরম স্পর্শ , সুবাসের ঘ্রাণে,
নীল নিরব অভিনন্দন দেয় বিজয় অভিযানে।
অনির্দিষ্ট ভবিষ্যত তবু বিজয়ের হাসি,
হোক না দূর তবু "শুধু তোমায় ভালোবাসি"
আবার আসবে নিরব নিরবিচ্ছিন্ন সময় একসাথে,
পারিজাত মিশবে নীল পাথারের  হাতে। 

No comments:

Post a Comment